Site icon Jamuna Television

করোনায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোববার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আনোয়ারুল কবির ২০০১ সালে জামালপুর-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে আনোয়ারুল কবির প্রথম দিকে জোট সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Exit mobile version