Site icon Jamuna Television

আজও ফেরি ঘাটে মানুষের ঢল

আজও দেশের দুই প্রধান ঘাট; কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে শহরমুখী মানুষের ঢল।

রোববার থেকে সীমিত পরিসরে খুলেছে দোকান-পাট ও মার্কেট। নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দিতেই গেল; কয়েকদিন ধরেই দুই ঘাটে এমন ভিড়। যাত্রীদের বেশিরভাগই ব্যবসায়ী কিংবা কর্মচারি। অনেকে ঘাট পার হয়ে ছোট পরিবহনে রওনা দিচ্ছেন। এরমধ্যে গুনছেন অতিরিক্ত ভাড়াও। পণ্যবাহী ট্রাকের সংখ্যাও বেড়েছে।

এদিকে দেশের শহর এবং গ্রামের দোকান-পাটগুলোতেও আগের তুলনায় ভিড় বেড়েছে। মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনাও। খুব একটা নজরদারিতে নেই প্রশাসনও।

Exit mobile version