Site icon Jamuna Television

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মনমোহন সিং

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। খবর ভারতীয় গণমাধ্যমগুলোর।

রোববার রাত পৌনে নয়টার দিকে তাকে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়। চিকিৎসকরা জানায়, লকডাউনের আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন মনমোহন সিং।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্প্রতি তিনি বাড়িতেও পড়ে গিয়েছিলেন। তখন চিকিৎসকরা তাঁকে পুরোপুরি ‘বেড রেস্ট’-এ থাকতে বলেছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মনমোহন সিংকে সাধারণ বেডে রাখা হয়েছে। তার চিকিত্সার দায়িত্বে রয়েছেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা নীতীশ নায়েক।

চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।

Exit mobile version