Site icon Jamuna Television

কোন উপসর্গ নেই তবুও ৭ বার পরীক্ষায় প্রতিবার করোনা পজেটিভ

হাঁচি, কাশি, মাথা ধরা, ক্লান্তি ভাব, এই ধরনের কোনও উপসর্গই নেই তবুও সাত বার করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষায় ফলাফল পজেটিভ আসলো ভারতের গুজরাটের এক কলেজ ছাত্রের শরীরে। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা যায়, গত এক মাসে উপসর্গহীন অবস্থায় সাত বার কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে তাঁর শরীরে। ফলে হাসপাতালেই কাটছে তার দিনকাল।

আক্রান্ত ওই শিক্ষার্থী তার পুরো পরিবারসহ কোভিড-১৯ পরীক্ষা করার পর তার বাবা-মায়েরও করোনা পজেটিভ আসে। তবে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গত ১২ এপ্রিল থেকে মোট সাত বার করোনা পরীক্ষায় ওই শিক্ষার্থীর করোনা পজেটিভ আসায় তাকে ছাড় দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

আক্রান্ত ওই ছাত্র জানান, হাঁচি-কাশি, ক্লান্তি ভাব, মাথা ধরা কোনও সমস্যাই নেই তাঁর। বরং প্রথম দিন থেকেই একেবারে স্বাভাবিক তিনি।

Exit mobile version