Site icon Jamuna Television

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া ব্যুরো
বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের পাশের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের বীজঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, মহাসড়কটির পাশের খালে সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে, পুলিশ তা উদ্ধার করে। শার্ট ও লুঙ্গি পরিহিত ব্যক্তিটির আনুমানিক বয়স ৪৫ বছর। তার মাথা ও বাম হাতে আঘাতের চিহ্নের পাশাপাশি ডান হাত ভাঙা অবস্থায় রয়েছে। রাতের কোনো একসময় সড়ক দুর্ঘটনায় অথবা দুর্বৃত্তদের হাতে ব্যক্তিটি প্রাণ হারিয়েছেন-প্রাথমিকভাবে এমন ধারণার কথাও জানান ওসি।

মরদেহটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। #

Exit mobile version