Site icon Jamuna Television

পারিবারিক কলহের জেরে চাঁদপুরে যুবক খুন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা গ্রামে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের হিসেবে এক যুবককে খুন করা হয়েছে। নিহতের নাম ইদ্রিছ বকাউল। সে ছয়ছিলা গ্রামের খোকন বকাউলের ছেলে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

জানা যায়, রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ির পুকুরে সেচের পাম্প লাগানো কেন্দ্র করে চাচাতো ভাইদের সাথে ইদ্রিছের বিরোধ বাঁধে। এরই এক পর্যায়ে তারা ইদ্রিসের উপর হামলা চালায়।

পরে সন্ধ্যায় তাকে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এসময় মৃত্যু নিশ্চিত জেনে ইদ্রিছের স্বজনরা তার লাশ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে।

Exit mobile version