Site icon Jamuna Television

করোনা শনাক্তে কুইক টেস্টিং পদ্ধতি জরুরি: জিএম কাদের

ফাইল ছবি।

করোনা শনাক্তে কুইক টেস্টিং পদ্ধতি জরুরি। দ্রুততম সময়ে পরীক্ষা-হলে চিকিৎসকরাও কম সময়ে সিদ্ধান্ত নিতে পারবেন। দুপুরে এক ভিডিও বার্তায় একথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

চলমান পরীক্ষা-নিরীক্ষার সমালোচনা করে তিনি বলেন, নমুনা সংগ্রহ থেকে শুরু করে পরীক্ষার এখনকার ব্যবস্থায় নানা কারণেই সঠিক ফলাফল আসছে না। দেশে উদ্ভাবিত পদ্ধতিতে করোনা পরীক্ষায় মতও দেন তনি। অথবা বিদেশ থেকে আমদানি করে হলেও কুইক টেস্টিং এর ব্যবস্থা করা প্রয়োজন। করোনা চিকিৎসায় আরো বেশি হাসপাতাল নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

Exit mobile version