Site icon Jamuna Television

ইরানে হঠাৎ বেড়েছে করোনাভাইরাসের প্রকোপ

ইরানে হঠাৎ বেড়েছে করোনাভাইরাসের প্রকোপ। এরই মধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজিস্তান প্রদেশে লকডাউন আরোপ করেছে প্রশাসন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

গভর্নরের বরাত দিয়ে বলা হয়, গেলো কয়েকদিনে প্রদেশটিতে সংক্রমণ বেড়েছে তিনগুণ। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরও বেড়েছে ৬০ শতাংশ। অঞ্চলটির বেশিরভাগ বাসিন্দা সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছিলেন না, বলছে প্রশাসন। কোভিড নাইনটিনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বেশ কিছুদিন ধরেই শর্তসাপেক্ষে লকডাউন শিথিল ছিল। ইরানে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ছয় হাজার ৬৪০। আক্রান্ত এক লাখ আট হাজারের মতো মানুষ।

Exit mobile version