Site icon Jamuna Television

বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টা: গ্রেফতার ১

গ্রেফতার আরিফ মিয়া

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরিফ মিয়া নামের এক বখাটে গ্রেফতার হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগে আরিফ মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আটক আরিফ উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, রোববার দুপুরে ওই কিশোরীকে ফুসলিয়ে গ্রামের একটি ঝোপের পাশে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় আরিফ। এ সময় ওই কিশোরীর মা বিষয়টি বুঝে ফেললে তৎক্ষণাৎ পালিয়ে যায় আরিফ। খবর পেয়ে অভিযান চালিয়ে রাতে আরিফকে আটক করা হয়।

ওসি আরও জানান, নারী পুলিশের মাধ্যমে ওই কিশোরীর কাছ থেকে ইশারায় ঘটনার বর্ণনা নেয়া হয়েছে। থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আরিফকে গ্রেফতার দেখানো হয়েছে।

Exit mobile version