Site icon Jamuna Television

করোনা: মাদারীপুরে সেই ইমামের সংস্পর্শে আরও ৩ কিশোর আক্রান্ত

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্যলুন্দি গ্রামের মসজিদের ইমামের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার ৬ দিন পরে ওই এলাকার আরও ৩ কিশোরের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে ইমামের সংস্পর্শে আসা মোট ৯ জনের করোনা শনাক্ত হলো। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাজৈর উপজেলা স্বাস্থ্য বিভাগ। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, ‘রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ২৫নং মধ্যলুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে ইমাম করোনায় আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা আরও তিন কিশোরের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এদের বয়স যথাক্রমে ১৪, ১৬, ১৭ বছর। এর মধ্যে একজন প্রতিবন্ধি রয়েছেন। যার চিকিৎসা তার বাড়িতেই দেয়া হবে। বাকি দুইজনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।’

এর আগে শনিবার ইমাম এর সংস্পর্শে আসা আরও ৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই ৬ জন রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে ওই ইমামের সংস্পর্শে আসা মোট ৯ জনের করোনা শনাক্ত হলো।

Exit mobile version