Site icon Jamuna Television

কুমিল্লায় ভার্চুয়াল আদালতে প্রথম এক আসামির জামিন

কুমিল্লা ব্যুরো:

ভার্চুয়াল আদালত চালু হওয়ার প্রথমদিনে কুমিল্লায় আবেদন করে জামিন পেয়েছেন সারোয়ার হোসেন নামে এক আসামি।

সোমবার দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাব উল্লাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উভয়পক্ষের শুনানী শেষে এ জামিন আদেশ দেন। সন্ধ্যায় আসামিপক্ষের আইনজীবি তার ফেসবুকে ভিডিওসহ ভার্চুয়াল আদালতে জামিনের তথ্য পোস্ট দেয়ার পর বিষয়টি জানাজানি হয়।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৪ ফেব্রুয়ারি জেলার তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আসমা আক্তার বাদি হয়ে ১২ জনকে আসামি করে তিতাস থানায় মামলা দায়ের করেন।

মামলার ৩নং আসামি দক্ষিণ বলরামপুর গ্রামের মুজিব মোল্লার ছেলে সারোয়ার হোসেন গত ৮ মার্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এ মামলায় ওই আসামির পক্ষে মাসুদ সালাউদ্দিন নামে এক আইনজীবি সোমবার অনলাইনে জামিন আবেদন করেন।

কুমিল্লার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাব উল্লাহ দুইপক্ষের আইনজীবিদের শুনানী শেষে ওই আসামিকে জামিন প্রদান করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবি ছিলেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম এবং আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন।

Exit mobile version