Site icon Jamuna Television

চাল-ডালের সাথে প্রতিবন্ধীদের মুরগি দিলেন কাউন্সিলর

ব্যক্তিগত অর্থায়নে শতাধিক প্রতিবন্ধীর মাঝে মুরগি দেন কাউন্সিলর মিজান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় পরিবারের প্রতিবন্ধীদের ত্রাণ সহায়তা হিসেবে চাল-ডালের সাথে একটি করে মুরগি দেয়া হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগটি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিজান আনসারীর।

নিজের ব্যক্তিগত অর্থায়নে শতাধিক প্রতিবন্ধীর মাঝে এ ত্রাণ সহায়তা দেন কাউন্সিলর মিজান। সোমবার দুপুরে পৌরশহরের পূর্বপাইকপাড়া এলাকার একটি স্কুলের মাঠে এ ত্রাণ সহায়তা দেয়া হয়। ত্রাণ সহায়তার মধ্যে ছিল একটি মুরগি, তিন কেজি চাল, তিন কেজি আটা, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ ও এক লিটার তেল।

কাউন্সিলর মিজান আনসারী বলেন, করোনাভাইরাসের কারণে বহু মানুষ মানবেতর দিন যাপন করছেন। সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি অনেকে ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ সহায়তা নিয়ে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। জনপ্রতিনিধি হিসেবে আমিও আমার সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এরই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার অসহায় প্রতিবন্ধীদের ত্রাণ সহায়তা দিয়েছি। এসব প্রতিবন্ধীরা ইচ্ছে করলেও টাকার অভাবে মাংস-ভাত খেতে পারে না। সে জন্য আমি ত্রাণের সঙ্গে একটি করে মুরগি দিয়েছি। এতে করে অন্তত একদিন হলেও তারা মাংস-ভাত খেতে পারবে।

ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version