Site icon Jamuna Television

আক্রান্ত স্বাস্থ্যকর্মীর পরিবারকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি

চট্টগ্রামের পটিয়ায় করোনা আক্রান্ত এক স্বাস্থ্যকর্মী ও তার পরিবারের সদস্যদের পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে স্থানীয়রা।

আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইমারজেন্সি অ্যাটেনডেন্স পদে কর্মরত। আক্রান্ত ব্যক্তির অভিযোগ, করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন।

এই খবরটি জানার পর গত শনিবার রাতে পাশের দুটি বাড়ির লোকজন তার বাড়ি লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। চিৎকার করে বলেন, বাড়ি থেকে তার পরিবারের কেউ বের হলেই পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।

ঘটনা জানার পর, রোববার ওই এলাকায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা। তিনি জানান, ওই এলাকায় গিয়ে স্থানীয়দের বুঝিয়ে এসেছেন তিনি। যদি ফের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া যায়, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

Exit mobile version