Site icon Jamuna Television

করোনা সংকটে গণমাধ্যম কর্মীদের চাকুরিচ্যুত না করার আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

করোনা দুর্যোগের সময় গণমাধ্যমের কোনো কর্মীকে চাকুরিচ্যুত না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের জন্য করোনার নমুনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। একইসাথে সব প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করতে মালিকদের অনুরোধও জানান।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান মহামারিতেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। অথচ এমন সময় গণমাধ্যম কর্মীদের চাকুরীচ্যুতি দুঃখজনক। এসময় ডিআরইউতে স্থাপিত বুথে ফোন এবং এসএমএস’র মাধ্যমে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সময় জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়।

Exit mobile version