Site icon Jamuna Television

করোনা নিয়ে ছেলের মৃত্যুর খবর শুনে এক ঘণ্টা পর বাবার মৃত্যু

মৃত বাবা ও ছেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় রমিন সাউদ (২৭) নামে একমাত্র ছেলের করোনা উর্পসগ নিয়ে মারা যাওয়ার খবর শুনে তার এক ঘণ্টার পর বাবারও হৃদরোগে মৃত্যু হয়েছে।

সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদরোগে মৃত ব্যক্তি ইয়ার হোসেন (৬০) সোনারগাঁ উপজলোর ললিটা এলাকার এমআরবি নামের ইটভাঁটার মালিক ছিলেন।

মৃত ব্যক্তির পরিবার ও এলাকাবাসি জানায়, রমিন সাউদ করোনার উর্পসগ নিয়ে ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। একমাত্র ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবা ইয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টায় মারা যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ কামরুল ফারুক বলেন, ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন শুনে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে জানতে পারি ছেলে করোনায় আক্রান্ত ছিলেন না।

Exit mobile version