Site icon Jamuna Television

করোনা উপসর্গ নিয়ে ঢাবি মেডিকেল কর্মকর্তার মৃত্যু

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

করোনার উপসর্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান ফার্মাসিউটিক্যাল কর্মকর্তা জ্যোতির্ময় পালের মৃত্যু হয়েছে। সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার সারওয়ার জাহান মুক্তাফী।

ডা. মুক্তাফী আরও জানান, জ্যোতির্ময় পাল এক সপ্তাহ আগে জ্বর-সর্দিতে আক্রান্ত হন। এতে তিনি নিজেই ওষুধ সেবন করে মোটামুটি সেরেও উঠেছিলেন। কিন্তু রোববার তার শ্বাসকষ্ট দেখা দেয়। তখনই তাকে কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তার মৃত্যু হয়।

জ্যোতির্ময় পালের করোনা টেস্ট হয়েছে কিনা সে সম্পর্কে তার পরিবার জানায়, পরীক্ষার বিষয়ে ওখানকার চিকিৎসকরা কিছু জানাননি তাদের।

Exit mobile version