Site icon Jamuna Television

নজরদারি বাড়িয়ে লকডাউন শিথিলের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক তেদ্রোস আধানম।

নজরদারি বাড়িয়ে লকডাউন শিথিলের আহ্বান ডব্লিওএইচও’র পরিচালক তেদ্রোস আধানমের। তিনি বলেন, জীবন এবং জীবিকার নিরাপত্তায় ধীরস্থিরভাবে লকডাউন প্রত্যাহারের বিকল্প নেই। এ পদক্ষেপের ফলে অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি ভাইরাসের বিস্তারের ওপরও সতর্ক দৃষ্টি রাখা সম্ভব।

তিনি আরও জানান, হঠাৎ করে সংক্রমণ ছড়ালেও সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। গেলো সপ্তাহজুড়েই, কোরিয়া-চীন ও জার্মানিতে নতুনভাবে প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার লক্ষ্য করা গেছে। প্রত্যেকটি দেশই দ্রুত এবং বৃহদাকারে লকডাউন শিথিলের পথে হেটেছিলো।

এদিকে বিশ্বজুড়ে এক সপ্তাহ পর করোনাভাইরাসে ৩ হাজারের ঘরে নেমেছে প্রাণহানি। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪০৩ জন। আর ৭৪ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস।

Exit mobile version