Site icon Jamuna Television

ভারতে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে

ছবি: সংগৃহীত

ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার ৭শ’র ওপরে।

সোমবার নতুন করে শনাক্ত হয় সাড়ে তিন হাজারের বেশি সংক্রমিত। মৃত্যু হয় ৮২ জনের। ১৭ মে পূর্বঘোষিত মেয়াদ শেষে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সরকারের এক বিবৃতিতে জানানো হয়, জনস্বাস্থ্য বিবেচনায় ধীরে ধীরে কমানো হবে কড়াকড়ি। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হলেও জোর দেয়া হবে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর।

এদিকে পাকিস্তানে আরও ২৮ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৬৭। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে প্রায় দেড় হাজার রোগী। মোট আক্রান্ত ৩১ হাজার ছুঁইছুঁই।

Exit mobile version