Site icon Jamuna Television

নাটোরে গুড় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

মাঝে গুড় ব্যবসায়ী আছাদ সোনার।

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে এক গুড় ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া এলাকায় একটি গুড় কারখানায় অভিযান চালায় র‌্যাব।

সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুড় কারখানাটিতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির দায়ে কারখানার মালিক আছাদ সোনারকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল হোসেন তাকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির নির্দেশ দেন।

Exit mobile version