Site icon Jamuna Television

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। এর আগে একদিনেই দেশটিতে চার হাজারের বেশি মানুষ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৪ জন। এর মধ্যে লকডাউন কিছুটা শিথিল করার প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার থেকে ভারতের প্রধান শহরগুলোর মধ্যে কিছু ট্রেন চলাচল আবার শুরু হতে যাচ্ছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৭ জন করোনা রোগী।

এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ২৯৪ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৫৯৪ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ৪৩ হাজার ৯৮০ জন।

Exit mobile version