Site icon Jamuna Television

বাসে ছেলের মৃত্যু, করোনা আতঙ্কে লাশসহ নামিয়ে দেয়া হলো মাকে

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস থেকে করোনা সন্দেহে এক মৃত ব্যক্তির মরদেহসহ তার মাকে নামিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি নামক স্থানে এই মরদেহ নামানো হয়। মৃত ব্যক্তি হলেন মিজানুর রহমান (৫০)। সে নওগাঁ জেলার ধামুরইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে।

করোনা সন্দেহে খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জানান, ‘মৃত ব্যক্তি ঢাকায় শ্রমিকের কাজ করা স্ত্রীর সাথে দেখা করে বাড়ি ফিরছিলেন। সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে তার মা সোহাগী বেগম তাকে নিয়ে গ্রামের বাড়ি আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এসময় বাসের অন্য যাত্রীরা করোনা সন্দেহে শাশুড়িসহ তাদের বাস থেকে নামিয়ে দেয়। মৃতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে নিজ গ্রামে দাফনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।’

Exit mobile version