Site icon Jamuna Television

করোনার ভ্যাকসিন নিয়ে সহসাই আশা দেখছেন না বরিস জনসন

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে সহসাই কোনো আশা দেখছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভ্যাকসিন কখন আবিষ্কার হবে এমন কোনো নিশ্চয়তা নেই।

বিবৃতিতে তিনি আরো বলেন, আমি শুনে আসছি যে ,অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন আবিষ্কার নিয়ে আশাবাদী কিছু হচ্ছে। কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই। এমনকি ১৮ বছর পরও আমরা সার্স ভাইরাসের কোন ভ্যাকসিন আবিষ্কার করতে পারিনি। আমি শুধু এটাই বলতে পারি যে, বৃটেন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের নেতৃত্ব দিচ্ছে। ভ্যাকসিন আবিষ্কার করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বৃটিশ সরকার। তিনি বলেন, কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমাদের কি এই ভ্যাকসিন ছাড়া অনেক দিন থাকতে হবে? তাহলে আমি বলব, আমি জানি না।

উল্লেখ্য, বরিস জনসনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলোন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

Exit mobile version