Site icon Jamuna Television

করোনা ভ্যাকসিনের গবেষণায় চীনা হ্যাকারদের হামলা!

যুক্তরাষ্ট্রের করোনা ভ্যাকসিনের গবেষণায় হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। এমন দাবি করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়েছে, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যখন কোভিড-১৯ এর টীকা উদ্ভাবনের প্রতিযোগিতায় লিপ্ত তখন চীনা হ্যাকারদের বিষয়ে সতর্কতা দেয়ার পরিকল্পনা করছে এফবিআই ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। শুধু টীকা আবিষ্কার নয়, হ্যাকাররা কোভিড-১৯ এর চিকিৎসা বিষয়ক তথ্য, বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া ও পরীক্ষার বিষয়কেও টার্গেট করছে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, এসব হ্যাকারের সঙ্গে যোগসূত্র রয়েছে চীনা সরকারের। এর প্রেক্ষিতে কয়েকদিনের মধ্যেই সতর্কতা আসতে পারে সরকারি পর্যায় থেকে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, যেকোনো সাইবার হামলার বিরোধী চীন। আমরা কোভিড-১৯ এর চিকিৎসা ও টীকা নিয়ে গবেষণায় বিশ্বে নেতৃত্ব দিচ্ছি। তাই গুজবের ওপর ভিত্তি করে চীনকে টার্গেট করা, কোনো প্রমাণ ছাড়া চীনকে অপবাদ দেয়া অনৈতিক।

Exit mobile version