Site icon Jamuna Television

ভার্চুয়াল আদালতের প্রথম আদেশ, ডলফিন রক্ষায় পদক্ষেপ নেয়ার নির্দেশ

ভার্চুয়াল আদালতে প্রথম আদেশ দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন রক্ষায় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে ই-মেইলে জানাতে বলেছেন আদালত।

দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে সোমবার ই-মেইলের মাধ্যমে এই রিট আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আবেদনটি জমা দেন তিনি। আবেদনে হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং কেনো প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়।

Exit mobile version