Site icon Jamuna Television

আখেরি মোনাজাত চলছে

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়েছে। মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা যুবায়ের হাসান। বিগত বছরগুলোতে দিল্লির মাওলানা সাদ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তবে এবার তার কিছু বক্তব্য নিয়ে আলেমদের মধ্যে প্রশ্ন ওঠায় তিনি ইজতেমায় শরিক হননি।

মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই টঙ্গীর ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে।

অনেকে সকালে ফজরের নামাজ আদায় করেছেন ইজেতমা মাঠে। মাঠের যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সবাই বিশ্ববাসীর শান্তি কামনাসহ নিজেদের জন্য মহান আল্লাহর কাছে চাইবেন এমনটাই আশা করে ছুটছেন টঙ্গীর দিকে।

রাজধানীর খিলক্ষেত থেকে গাড়ি চলাচল বন্ধ থাকলেও জনতা পায়ে হেঁটেই এগিয়ে যাচ্ছেন মাঠের দিকে। গাড়ি না চললেও মানুষজন রিকসা, ভ্যান, পিকআপ করে ইজতেমার মাঠে আসছেন। কেউ কেউ আসছেন ট্রেনে করে। তীব্র শীতও আটকে রাখতে পারছেনা এই্ ধর্মপ্রাণ মানুষদের। যে যেভাবে পারছেন সকাল ১১ টার মধ্যে মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে পৌঁছানোর চেষ্টা করছেন।

 

টিবিজেড/

 

Exit mobile version