Site icon Jamuna Television

করোনায় দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৬৯ জন, মৃত্যু ১১

দেশে গত ২৪ ঘণ্টায় জন ৯৬৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৫০ । দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৬০ জন।

আজ মঙ্গলবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৮৪৫ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৭৩ টি।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

এদিকে দেশে গত ২৮ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় ৫৪৯ জন। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২রা মে ৫৫২ জন, ৩রা মে ৬৬৫ জন, ৪ঠা মে ৬৮৮, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬জন, ৮ মে ৭০৯ জন এবং ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, ১১ মে সব্বোর্চ ১০৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়।

গত সোমবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত ৭ হাজার ২’শ ৭৫ জন। পুরান ঢাকা, মিরপুর ও মোহাম্মদপুরে সংক্রমণ বেশি।

Exit mobile version