Site icon Jamuna Television

পদ্মায় ধরা পড়লো ৩০ কেজি ওজনের কাতল!

ছবি: সংগৃহীত

বিশাল আকৃতির কাতল মাছ। ওজন ৩০ কেজি। প্রতি কেজি মাছের দাম ১৪০০ টাকা। সেই হিসাবে এ মাছটির মূল্য দাঁড়ায় ৪২ হাজার টাকা।

সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর চর কর্নেশনা এলাকায় জেলেদের জালে এ কাতল মাছটি ধরা পড়ে।

জেলে হারুন শেখ বলেন, রাতে নৌকায় সাত জেলে মিলে যখন জাল ফেলেছি, তখন মাছটি জালে নাড়া দেয়। এতেই বুঝলাম বড় কোনো মাছ পড়েছে। মাছটি দৌলতদিয়া ঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ১০৫০ টাকা কেজিতে বিক্রি করে দিয়েছি।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি আমি কিনেছি, এখন ১৪০০ টাকা কেজি দরে বিক্রি করব।

Exit mobile version