Site icon Jamuna Television

আইসোলেশনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

করোনার উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে আছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র এ তথ্য জানায়। তার করোনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক আয়েশা আক্তার বলেন, উনার ড্রাইভার গতকাল পজেটিভ রিপোর্ট আসে। আজ থেকে তিনি আইসোলেশনে। পরীক্ষা করিয়েছেন, রিপোর্ট এখনো আসেনি। তবে উপসর্গ আছে।

বর্তমানে মহপরিচালকের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Exit mobile version