Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, আহত ৬

ফায়ার সার্ভিসের কর্মীরা এবং রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ৩৬২টি রোহিঙ্গা ঘর ও ৬০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার সকাল ৯টায় আগুন লাগে তবে বেলা ১১টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে গিয়ে ৬ জন রোহিঙ্গা আহত হয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুই ঘণ্টা সময়ে আগুনে পুড়ে ৩৬২টি ঘর ও ৬০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দেড়
কোটি টাকার ক্ষতি হয়েছে। আহত হয়েছে ৬ জন।’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী জানান, ‘আজ সকালে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ৩শ এর অধিক রোহিঙ্গা ঘর ও প্রায় ৬০টি দোকান পুড়ে যায়। উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

আগুন নেভাতে গিয়ে আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Exit mobile version