Site icon Jamuna Television

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ২২ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে।

এদিকে ট্রাইব্যুনালের দুটি ব্যারাকে থাকা এপিবিএন’র প্রায় ২২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে কয়েকজনকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিলো। এখনো প্রায় ১৭ জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। এ কারণে পুরো ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপাতত প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।
এর আগে গত ২৪ এপ্রিল ব্যারাকের এক সদস্যের মধ্যে করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর গত ২৭ এপ্রিল নতুন করে আরও দুই এপিবিএন সদস্যের শরীরে করোনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। এরপর সেখানে দায়িত্বে থাকা প্রায় ২২ সদস্যের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে।

Exit mobile version