Site icon Jamuna Television

সীমান্তে চীনা সেনার কপ্টার, টের পেয়েই কপ্টার উড়ালো ভারত

এবার কাশ্মির অঞ্চলে চীনের সাথে উত্তেজনা চলছে ভারতের। লাদাখ সীমান্তের কাছে চীনা সামরিক হেলিকপ্টার উড্ডয়ন করায় তার উপর নজর রাখতে সাথে সাথেই নিজেদের সামারিক হেলিকপ্টার উড়িয়েছে ভারতীয় বিমান বাহিনী। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

তবে এনডিটিভি জানায়, দু দেশের কোন দেশই সামরিক কপ্টার নিয়ে সীমানা লঙ্ঘন করেনি।

ভারতীয় সামরিক সূত্রে এনডিটিভি জানায়, গতমাসে লাদাখের ওই সীমান্তে দুই দেশের পদাতিক বাহিনীর সাথে হাতাহাতিও পাথর ছোড়াও ঘটনাও ঘটে। সেইসাথে সিকিমের নাথু লা এলাকায়ও মুখোমুখি হয়েছে দুই দেশের পদাতিক বাহিনী।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে এই ধরনের ঘটনা ঘটেই থাকে। পরে পতাকা বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Exit mobile version