Site icon Jamuna Television

অকারণে ঘোরাফেরা করায় ২৫ দোকান মালিককে জরিমানা

অকারণে ঘোরাফেরা করা ও দোকানে আড্ডা দেওয়ায় ২৫ দোকান মালিককে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে রাজধানী জুড়ে পুলিশের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, সর্বমোট ২৫টি মামলায় ২৫টি দোকান মালিককে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে লালবাগ বিভাগে ১৬টি দোকানে ১৬ হাজার ৫০০ টাকা, তেজগাঁও বিভাগে ৬টি দোকানে ৬ হাজার টাকা ও উত্তরা বিভাগে ৩টি দোকানে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। এসময় তিনি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান।

Exit mobile version