Site icon Jamuna Television

রেডিও শুনে মোনাজাতে অংশগ্রহণ

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়েছে। মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা যুবায়ের হাসান। বিগত বছরগুলোতে দিল্লির মাওলানা সাদ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তবে এবার তার কিছু বক্তব্য নিয়ে আলেমদের মধ্যে প্রশ্ন ওঠায় তিনি ইজতেমায় শরিক হননি।

মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই টঙ্গীর ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। খিলক্ষেত থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় অনেকেই ইজতেমা ময়দানে পৌঁছাতে পারেন নি। তারা রাস্তায় দাঁড়িয়েই মোনাজাতে অংশ নিচ্ছেন। খিলক্ষেত এলাকায় সড়কে দেখা গেছে বেশ কিছু মানুষ রেডিওতে শোনে মোনাজাতে শরিক হচ্ছেন।

Exit mobile version