Site icon Jamuna Television

প্রয়াত সা’দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী আর নেই

প্রায়াত সা’দত হোসাইন

স্বামীর মৃত্যুর ২০ দিনের মাথায় মারা গেলে শাহানা চৌধুরী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম শাহানা সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ( পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইনের স্ত্রী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল মারা যান ড. সা’দত হুসাইন। এর ২০ দিনের মাথায় তার স্ত্রী শাহানা চৌধুরীও না ফেরার দেশে চলে গেলেন।

বুধবার জোহর নামাজের পর রাজধানীর নিকুঞ্জ এলাকায় স্বামী প্রয়াত সা’দত হুসাইনের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানান তার পুত্রবধূ।

Exit mobile version