Site icon Jamuna Television

বখাটের উৎপাতে কিশোরী আত্মহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জে বখাটের উৎপাতে দলিত শ্রেণির এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত সঞ্চিতা শব্দকর উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের শব্দকর পাড়ার ব্রজেন্দ্র শব্দকরের মেয়ে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বখাটে মধু মিয়াকে আটক করেছে।

মেযেটির পরিবারের অভিযোগ, প্রতিবেশী ইন্তাজ মিয়ার বখাটে ছেলে মধু মিয়া দীর্ঘদিন ধরে সঞ্চিতাকে বিরক্ত করতো। এক পর্যায়ে জোর করে ধরে নিয়ে বিয়ে করারও হুমকি দিয়েছিল। তার উৎপাতে সহ্য করতে না পেরে মঙ্গলবার বিকেলে ঐ কিশোরী ঘরের চালার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

এঘটনার মধুকে আসামি করে ব্রজেন্দ্র শব্দকর বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন।

Exit mobile version