Site icon Jamuna Television

দিনাজপুরে চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

দিনাজপুরে এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে এক তরুনী। এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ নরদেব রায় সাথে হাজী মোহাম্মদ দাণেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুনীর সাথে প্রেমের সর্ম্পক ছিল। অভিযুক্ত চিকিৎসকের বাড়ী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রেমবাজার এলাকায়।

গত রোববার কলেজ চত্বরের আবাসিক ভবনে প্রেমিকাকে ডেকে নেয় প্রেমিক ডাক্তার। বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধোর করে ঘরের বাহির থেকে তালা মেরে দেয় ডাক্তার প্রেমিক। এক পর্যায় ৯৯৯ তে কল করলে পুলিশ তাকে উদ্ধার করে।

আজ মঙ্গলবার দুপুরে তরুনী কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে ডাক্তারের বিরদ্ধে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে পরীক্ষার জন্য তরুনীকে এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে গত দু-বছর ধরে প্রেমের সর্ম্পকে ডাক্তার তাকে মেডিক্যাল কলেজের আবাসিক ভবনে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে উল্লেখ করা হয়েছে।

Exit mobile version