Site icon Jamuna Television

সৌদি আরবে ঈদে ২৪ ঘণ্টার কারফিউ

করোনাভাইরাসের বিস্তার রোধে, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি থাকবে সৌদি আরবে। ২৩ মে, অর্থাৎ আরবি রমজান মাসের ৩০ তারিখ থেকে দেশটির সব শহর ও অঞ্চলে জারি হবে এ কারফিউ। চলবে ২৭ মে, বা আরবি শাওয়াল মাসের ৪ তারিখ পর্যন্ত।

শারীরিক দূরত্বের বিধিনিষেধ মেনে চলা নিশ্চিতে এ ব্যবস্থা নিয়েছে রিয়াদ। মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বর্তমানে দেশজুড়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে আংশিক কারফিউ চলছে, তা বহাল থাকবে ২২ মে পর্যন্ত। অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম চালু রাখতে ২৫ এপ্রিল থেকে সৌদি আরবে চলছে এ আংশিক কারফিউ। অবশ্য পবিত্র নগরী মক্কায় ঢোকা ও বের হওয়া এখনও পুরোপুরি নিষিদ্ধ। ঈদেও বহাল থাকবে এ নিষেধাজ্ঞা। সৌদি আরবে এখন পর্যন্ত কোভিড নাইনটিনে প্রাণ গেছে ২৬৪ জনের। আক্রান্ত ৪৩ হাজার মানুষ।

Exit mobile version