Site icon Jamuna Television

পটুয়াখালীতে জেলা পরিষদের উদ্যোগে জীবাণুনাশক টানেল স্থাপন

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে ক‌রোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প‌রিষ‌দের উদ্যোগে শহ‌রের প্রবেশদ্বারসহ জনগুরুত্বপূর্ন ৫টি স্থা‌নে জীবাণুনাশক টানেল ব‌সা‌নো হ‌য়ে‌ছে। করোনা ভাইরাস কোভিড -১৯ বিস্তার প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৩১ টি নির্দেশনা মেনে চলুন, নিজেকে জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক টানেল ব্যাবহার করুন-এই শ্লোগান নি‌য়ে শহ‌রের ব্যস্ততম নিউমা‌র্কে‌টের প্রবেশমুখে বসা‌নো টা‌নে‌লের উদ্বোধন ক‌রেন জেলা প্রশাসক ম‌তিউল ইসলাম চৌধুরী ও জেলা প‌রিষদ চেয়ারম্যান খ‌লিলুর রহমান মোহন।

প‌রে শহ‌রের প্রবেশদ্বার চৌরাস্তা এলাকায় বসা‌নো টানেল উদ্বোধন ক‌রেন পু‌লিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

জেলা প‌রিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন মিয়ার ঐকা‌ন্তিক প্রচেষ্টায় প্রথমবা‌রের মত শহ‌রের গুরুত্বপূর্ণ স্থানগু‌লো‌তে জীবাণুনাশক টানেল বসা‌নো হয়।
এরম‌ধ্যে শহরের নিউমার্কেট, বড় চৌরাস্তা, ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতাল, সরকারী কলেজ রোড ও পুরানবাজার এই পাঁচটি স্থা‌নে জীবাণুনাশক টানেল স্থাপন করেছেন।

Exit mobile version