Site icon Jamuna Television

ইজতেমার দ্বিতীয় পর্ব ১৯ জানুয়ারি

আখেরি মোনাজাতের মাধ্যেমে শেষ হয়েছে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।  সকাল ১০.৪০ মিনিটে শুরু হয় মোনাজাত, প্রায় ৩৫ মিনিট ধরে চলে মোনাজাত। বাংলাদেশসহ বিশ্বের মানুষের জন্য কল্যাণ কামনা করা হয়। এবারই প্রথম বাংলায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।

দ্বিতীয় পর্ব  শুরু হবে আগামী ১৯ জানুয়ারি এবং ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এদিকে আজ রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোরে সূর্য ওঠার আগেই ইজতেমা মাঠে দলে দলে আসতে থাকেন মুসল্লিরা।

শুক্রবার রাতে কাকরাইল মসজিদে তাবলিগ মুরুব্বিদের এক পরামর্শ সভা অনুয়ায়ী আগামি বিশ্ব ইজতেমা শুরু হবে ২০১৯ সালের ১১জানুয়ারি।

 

 

Exit mobile version