Site icon Jamuna Television

একটি মহল ত্রাণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে: ওবায়দুল কাদের

একটি মহল ত্রাণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ নিয়ে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।

বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল, তাদেরকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে চেয়ে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করা রইলো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছ,এ পর্যন্ত সরকার ৪ কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা দেশের যে কোন দুর্যোগে আর্ত মানবতায় সবার আগেই মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে অসহায় মানুষের পাশে।

তিনি বলেন, দুর্যোগ কালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য।

Exit mobile version