Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ২১৪ জন, মোট সুস্থ ৩৩৬১

দেশে গত ২৪ ঘণ্টায় জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট তিন হাজার ৩৩৬১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ১১৬২ করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া একদিনে সর্বোচ্চ মারা গেছেন আরও ১৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬৯। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৮৬২ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯০০ টি। মোট ৪১ ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version