Site icon Jamuna Television

বগুড়ায় ভার্চুয়াল আদালতের কার্যক্রমে অংশ নেবেন না আইনজীবীরা

বগুড়া ব্যুরো:

বগুড়ায় ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। বুধবার দুপুরে জেলা অ্যাডভোকেটস বার সমিতির জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান আইনজীবী নেতারা।

অ্যাডভোকেটস বার সমিতির নেতারা জানান, চলমান সরকারি ছুটির সময়ে ‘তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ অনুসরণ করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন শুনানির কার্যক্রম চলবে- সোমবার এমন অফিস আদেশ জারি করেন বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রবিউল আউয়াল।

এই আদেশ জারির পর বুধবার দুপুরে করণীয় নির্ধারণ করতে বার সমিতির নেতৃবৃন্দ জরুরি বৈঠকে বসেন। জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ভার্চুয়াল আদালত কীভাবে পরিচালিত হবে কেবল তার দাফতরিক নির্দেশনা দেয়া হয়েছে, এ ব্যাপারে বগুড়ার ৯৫ শতাংশ আইনজীবীর কোন পূর্ব ধারণা বা প্রশিক্ষণ নেই।

এছাড়া ভার্চুয়াল উপস্থিতির প্রয়োজনীয় তথ্য-প্রাযুক্তিক সরঞ্জামের স্বল্পতাও রয়েছে। তাই বুধবারের বৈঠক থেকে আদালতের ভার্চুয়াল কার্যক্রমে অংশ না নেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন বগুড়ার আইনজীবীরা।

Exit mobile version