Site icon Jamuna Television

দেশের করোনা পরিস্থিতি ইউরোপ-আমেরিকার চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশের করোনা পরিস্থিতি ইউরোপ-আমেরিকার চেয়ে ভালো দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে রাজধানীর মহাখালীতে নতুন নিয়োগপ্রাপ্ত দুই হাজার চিকিৎসকের যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো অজুহাতে রোগীকে ফেরত দেয়ার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ৩৯তম বিসিএস পরীক্ষায় অপেক্ষমান তালিকায় থাকা চিকিৎসকদের দ্রুত নিয়োগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নবীন চিকিৎসকেরা।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা এবং সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।স্বাস্থ্যমন্ত্রী নবীন চিকিৎসকদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেন। একইসাথে সহানুভূতির সাথে সব রোগীকেই চিকিৎসা দেয়ার আহ্বান জানান।

Exit mobile version