Site icon Jamuna Television

ঢাকা উত্তর সিটির যে ৭টি স্থানে করোনা পরীক্ষা করাতে পারবেন

আগামীকাল ১৪ মে বৃহস্পতিবার থেকে ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশন (ডিএনসিসি) এলাকার ৭টি স্থানে করোনাভাইরাস তথা কোভিড-১৯ পরীক্ষা শুরু হবে। বুধবার ডিএনসিসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এজন্য ডিএনসিসি এলাকায় ৭টি বুথ স্থাপন করা হয়েছে। এ সকল বুথে বেসরকারি সংস্থা ব্যাশু‌কের তত্ত্বাবধা‌নে সকাল ৯টা হ‌তে দুপুর ১২টা পর্যন্ত কো‌ভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হ‌বে। বু‌থে সংর‌ক্ষিত সরকার ‌নির্ধারিত ফরম সরাস‌রি পূরণ সা‌পে‌ক্ষে চেক‌লিস্ট অনুযায়ী নির্বা‌চিত রোগী‌দের নমুনা সংগ্রহ করা হ‌বে।

৭টি বুথের ঠিকানা-

১. উত্তরা কমিউনিটি সেন্টার, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা।

২. ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর-১৩।

৩. আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার, মধুবাগ, মগবাজার।

৪. ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসোধ সংলগ্ন, মাজার রোড, মিরপুর।

৫. সুচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা।

৬. ৩২৫ হাজী ইসমাইল দেওয়ান রোড, ইসমাইল দেওয়ান মহল্লা, আজিমপুর, দক্ষিণখান, ঢাকা।

৭. উত্তরখান জেনারেল হাসপাতাল, ফজিরবাতান, উত্তরখান, ঢাকা।

Exit mobile version