Site icon Jamuna Television

4G লাইসেন্সের জন্য দরপত্র আহ্বানে বাধা নেই: আপিল বিভাগ

4G মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের জন্য দরপত্র আহ্বান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেয়া বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের দেয়া আদেশে স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়ে এ আদেশ দেন।ওই বিজ্ঞপ্তি অনুসারে আজ লাইসেন্সের জন্য প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন। আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের আদেশের ফলে পরবর্তী কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন। অন্যদিকে আইনজীবী রোকন উদ্দীন মাহমুদ ও রমজান আলী শিকদার রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ ডিসেম্বর বিটিআরসি 4G সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের জন্য প্রস্তাব আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। ১০ জানুয়ারি বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেড যার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করে। শুনানি শেষে বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট।
Exit mobile version