Site icon Jamuna Television

শ্রোতামনে জায়গা করেছে আপেক্ষিক ব্যান্ডের ‘কে বলে’

ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন- তানজির আহমেদ শুদ্ধ (ভোকাল), অভিক ডমিনিক ও জয় সিদ্দিকী (গিটার), লাম রহমান (কীবোর্ড), সাদবী বিন মোরশেদ (বেজ) এবং রোমেন্স খান (ড্রামস)

‘আপেক্ষিক’ ব্যান্ডের ‘কে বলে’ গানটি প্রকাশের সাথে সাথেই শ্রোতামনে জায়গা করে নিয়েছে। গানটি সেলফ টাইটেল্ড এ্যালবাম ‘আপেক্ষিক’ এর প্রথম গান।

তাদের প্রথম মিউজিক ভিডিও ‘কে বলে’ রিলিজ হয় গত ২৯ ফেব্রুয়ারি। রিলিজের পর থেকেই গানটির প্রশংসা ব্যান্ড জগতের অনেকেই করছেন। ব্যান্ডপ্রেমী শ্রোতারাও ভালোবেসে গ্রহণ করছে ‘কে বলে’।

মূলত রক ব্যান্ড হলেও আপেক্ষিক অন্যান্য বেশ কয়েকটি ঘরনা নিয়ে কাজ করছে। তার ভেতরে সাইকেডেলিক, প্রগ্রেসিভ, রেগে, ব্লুজ, রক এন্ড রোল ইত্যাদি উল্লেকযোগ্য। সবগুলো গানই শ্রোতাদের মন জয় করতে পারবে বলেও আশাবাদী ব্যান্ডটি।

আপেক্ষিক এর ভোকাল তানজির আহমেদ শুদ্ধ জানান, তাদের মূল উদ্দেশ্য ভালো গান বানানো সেইসাথে ভালো মিউজিক করা। অন্যান্য ব্যান্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা রক গানের গৌরবকে গৌরবান্বিত করাই লক্ষ্য।

Exit mobile version