Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু প্রায় ৩ লাখ

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২ লাখ ৯৭ হাজার ৭৬৫ জনের প্রাণহানি হয়েছে। ছোঁয়াচে এ ভাইরাসে সংক্রমিত হয়েছে ৪৪ লাখ ২৫ হাজার ৬৩৯ জন।

২৪ ঘণ্টায় আবারও বাড়লো প্রাণহানির রেকর্ড। মারা গেছেন ৫ হাজার ২৮৮ জন। নতুনভাবে ৮৮ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।

এক সপ্তাহ পর, যুক্তরাষ্ট্রে একদিনে ফের দু’হাজারের কাছাকাছি প্রাণহানি। দেশটিতে করোনায় মারা গেছেন ৮৫ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ১৪ লাখ ৩০ হাজারের বেশি।

গোটা বিশ্বে, প্রাণঘাতী ভাইরাসটির প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজারের মতো মানুষ।

Exit mobile version