Site icon Jamuna Television

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হলেন বাবর

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হলেন বাবর - ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টির পর এবার পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্ব পেলেন বাবর আজম। নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণার দিন এ তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক এই ঘোষণা দেন। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে নেতৃত্বের রঙ্গিন পোশাকে পাকিস্তানের দায়িত্ব ২৫ বছর বয়সী এই তরুণের কাঁধে।

২০১৯ সালে টানা ব্যর্থতায় অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সরফরাজকে। তার বদলে সীমিত ওভারের দায়িত্ব পান দেশটির সেরা ব্যাটসম্যান বাবর আজম। ব্যাট হাতে দলে সামনে থেকে লড়াই করা বাবর ৭৪ ম্যাচে ১১ সেঞ্চুরিতে ৫৪ গড়ে করেছে ৩৩৫৯ রান। টেস্টেও ঈর্শণীয় গড়ের সাথে রয়েছে ৫ সেঞ্চুরি।

এদিকে নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ আমির, হাসান আলি ও ওয়াহাব রিয়াজ। জায়গা করে নিয়েছেন নাসিম শাহ ও ইফতেকার আহমেদ।

Exit mobile version