Site icon Jamuna Television

ভারতে করোনায় মৃত্যু আড়াই হাজার ছাড়াল

ছবি: প্রতিকী

ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আড়াই হাজারের বেশি। সংক্রমিত ৭৮ হাজার ৫৫ জন।বিশ্বের ১২ তম দেশ হিসেবে ৭৫ হাজার সংক্রমণের কোটা পার করলো দেশটি।

বুধবার একদিনে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ও সংক্রমণের শিকার হয় ভারত। শনাক্ত হয় প্রায় ৩ হাজার ৮শ’ করোনা রোগী; মৃত্যু হয় ১৪০ জনের।

দিল্লিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা একশ’ ছাড়িয়েছে। সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর পথে দেশটি। দেশটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঘোষণা করেছে সাড়ে পাঁচ লাখ কোটি রুপির প্রণোদনা প্যাকেজ।

এদিকে, দিল্লিসহ ১৬ শহরে বিশেষ ব্যবস্থায় আরও কিছু ট্রেন চলাচলের উদ্যোগ নিয়েছে। অনলাইনে আগাম টিকেটের মাধ্যমে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

Exit mobile version