Site icon Jamuna Television

যাত্রী ছাউনিতে মারা যাওয়া সেই বৃদ্ধার করোনা নেগেটিভ

যাত্রী ছাউনিতে মারা যাওয়া অজ্ঞাত সেই বৃদ্ধার লাশ।

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে মারা যাওয়া অজ্ঞাত (৭০) বৃদ্ধার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাসের কোন সংক্রমণ পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।

গত শনিবার (৯ মে) বিকেল ৩টার দিকে বসন্তপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে মৃত্যু হয় অজ্ঞাত ওই নারীর। করোনাভাইরাসে ওই নারীর মৃত্যু হতে পারে এমন আতঙ্কে মরদেহের কাছে যাচ্ছিলেন না কেউ।পরে সদর থানার পুলিশ গিয়ে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থায় লাশ উদ্ধার করে দাফন করে।

একইসঙ্গে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, ‘ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আমরা ঢাকায় পাঠিয়েছিলাম। বুধবার সেই রিপোর্ট এসেছে। রিপোর্টে ওই নারীর শরীরে করোনাভাইরাসের কোন সংক্রমণ পাওয়া যায়নি।

Exit mobile version